হজ্ব প্যাকেজ-২০২৪-২৫

আমাদের ইকোনমি হজ্ব প্যাকেজে

২০২৪ সনের হজ্ব প্যাকেজ সমূহের বিস্তারিত-

🕋 ইকনমি প্যাকেজ (স্থায়ী)
প্যাকেজ মূল্য: ৫,৮৯,০০০৳
সময়সীমাঃ ৩৫-৪৮ দিন

মক্কা হোটেলঃ ১০০০-১৫০০ মিটার দুরত্বে লিফট ও এসি সহ হোটেল।
মদিনা হোটেলঃ ৫০০-১০০০ মিটার দুরত্বে লিফট ও এসি সহ হোটেল।
রুমঃ ৪/৫ জনের শেয়ারিং রুম। (২/৩ বেড আলোচনা সাপেক্ষে)।

খাবারঃ তিনবেলা স্বাস্থ্যসম্মত বাংলাদেশী খাবার (প্যাকেট দেয়া হবে)।

🕋 ইকনমি প্যাকেজ (স্থায়ী)
প্যাকেজ মূল্য: ৬,৯০,০০০৳
সময়সীমাঃ ৩৫-৪৮ দিন

মক্কা হোটেলঃ৬০০-৯০০ মিটার দুরত্বে এসি লিফট সহ উন্নতমানের হোটেল।
মদিনা হোটেলঃ ১৫০-৪০০ মিটার দুরত্বে থ্রি স্টার মানের হোটেল।
রুমঃ ৪/৫ জনের শেয়ারিং রুম। (২/৩ বেড আলোচনা সাপেক্ষে)।

(বিঃদ্রঃ রিয়াল রেট পরিবর্তন বা অন্য কোনো কারনে সৌদি অথবা বাংলাদেশে ঘোষিত হজ্ব প্যাকেজ বাড়ালে বা কমালে আমাদের প্যাকেজও সেই অনুযায়ী সমন্নয় করা হবে)

📍আমাদের অফিস এড্রেস
মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস
🏬 হেড অফিসঃ
আসসালাম টাওয়ার, চিড়িয়াখানা রোড, মিরপুর ঢাকা।
📞01783681870
📞01712310570
🏬বরিশাল অফিসঃ
📞01783681870
📞01819677419
হাজী বাড়ী, ইছাকাঠি, কাশিপুর, বরিশাল
📨মেইল- muzahidtravelandtours@gmail.com
📰ওয়েবসাইট- https://muzahidtravel.com

২০২৩ সালে আমাদের ২৫২ হাজীর জন্য হোটেল ছিল

আমাদের ইকোনমি হজ্ব প্যাকেজে যা যা থাকছে:

🇸🇦 শরিয়াহভিত্তিক হজ্ব ও উমরার যাবতীয় বিধান সুষ্ঠভাবে পালনের জন্য দেশের শীর্ষস্থানীয় আলেম ও মুফতি সাহেবদের মাধ্যমে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা।
🚹দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ মুয়াল্লিম ও বিজ্ঞ আলেম গাইড যাদের রয়েছে ৩০ বছরের ও বেশি সময়ের অভিজ্ঞতা।
✅ হজ্বের ৫ দিন অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর ব্যবস্থাপনায় মিনা, আরাফা ও মুযদালিফায় অবস্থান গ্রহণ।
▶️- হেরেমের নিকটবর্তী ⭐⭐⭐স্ট্যান্ডার্ড মানের হোটেল।
🏢 ৫০০ মিটারের মধ্যে মক্কা ও মদিনায় হোটেলে থাকার সুবিধা।
🚹 হোটেল থেকে হারাম শরিফ মাত্র ৫-১০ মিনিটের হাটার রাস্তা।
▶️-৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।
▶️- হেলথ ইন্স্যুরেন্স
✈️ বিমান টিকেট (যাওয়া ও আসা)
▶️- রুট : ঢাকা-জেদ্দা/মদিনা-ঢাকা ( সৌদি এয়ারলাইন্স-ডিরেক্ট ফ্লাইট)
🚘 সৌদি এয়ারপোর্টে পিকআপ এন্ড ড্রপ।
🚌 সৌদিতে অভ্যন্তরীন ট্রান্সপোর্ট ।
🚗 মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✅ হজ্বের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ছাতা, এবং মহিলাদের জন্য হিজাব প্রদান।
🇧🇩- দেশ থেকে গিয়ে হজ্ব সম্পন্ন করে দেশে ফিরে আসা পর্যন্ত সর্বদা হক্কানী আলেমদের তত্ত্বাবধায়ন।

🔵 মক্কা জিয়ারাহঃ
জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জ্বিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি, হযরত ইসমাইল আ. এর কুরবানির স্থান ইত্যাদি।

🔵 মদিনা জিয়ারাহঃ
মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি, মসজিদে বেলাল , জ্বিন পাহাড় ইত্যাদি।

বিঃদ্রঃ
✅ হজ্ব প্যাকেজ মূল্য সরকার নির্ধারিত প্যাকেজ।
✅ কাস্টোমাইজ অথবা ভিআইপি প্যাকেজ আলোচনা সাপেক্ষে।
✅ রিয়াল ও ডলারের দামের উপর প্যাকেজ মূল্য পরিবর্তনশীল।

 গত ১৪ নভেম্বর - ২০২৩ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন।

সেখানে জানানো হয়েছে, প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। যেখানে ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা। আর দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।
রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে হাবের পক্ষ থেকে ২০২৪ সালের বেসরকারি ব্যবস্থাপনায় এই প্যাকেজ ঘোষণা করেছেন হাবের সভাপতি এম‌ শাহাদাত হোসেন তসলিম।
এর আগে গত ২ নভেম্বর সরকারিভাবে ২০২৪ সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সরকারিতে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্যগুলো হলো- প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।
এদিকে বুধবার (১৫ নভেম্বর) থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পবিত্র উমরাহ প্যাকেজ সম্পর্কে জানতে নিচের বাটনে ক্লিক করুন।