আমাদের প্রতি হাজীদের ভালোবাসা

‘‘আমি হজ্বের জন্য যোগাযোগ করি আমার শ্রদ্ধেয় হুজুরের সন্তান ইব্রহিমের সাথে এবং সেই সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আসলে আমি কল্পনাও করি নাই যে, এত সহজ হজ্বে আসা যায় এবং ঐখান থেকে যত কষ্ট আমি শুনেছি আসলে এখানে আমরা এখন পর্যন্ত সেই কষ্ট পাই নাই। যখন যা প্রয়োজন হয়েছে নিজে সেরে ফেলেছি তারপরও যদি না পারি তাহলে ইব্রাহিম অথবা জামিলের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছি । আমার এক কলিগ আসছে অন্য গ্রুপের সাথে, সে তো অনেক সমস্যার কথা বলেছে। কিন্তু এখানে হুজুরের যে সহযোগিতা পেয়েছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার বাহিনি স্বউদ্যোগে হুজুরের সাথে যে কাজ করেছে আসলে আমাদের খুবই অনুভুতিতে লেগেছে। হুজুর সামনে যতদিন বেচে থাকেন ততদিন যেন হাজী সাহেবদের খেদমত করতে পারেন এই দোয়া করি সবসময়।’’
‘‘মুজাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরস এর পরিচালক এবং তার সুযোগ্য দুই পুত্র যাদের নাম না বললেই নয় একজন জনাব মো: ইব্রাহিম, আরেকজন জামিল। যাদের আচারন এবং সবকিছুই আমাদের কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে আমার নিজের ব্যক্তিগত অনুভতির কথা বলছি, তারা যে মালিক বা মালিকের ছেলে সেরকম আচারন কখনো আমি পাই নাই। যখনই যে সময়ে যেটা বলেছি যে, আংকেল এটা করলে ভালো হয়, সাথে সাথে চেষ্টা করেছেন এবং সবার হেল্প করেছেন।’’
Dr. Mirza Mahbub
সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ।
‘‘আমি ও আমার স্ত্রী মুজাহিদ ট্রাভেল্স এন্ড ট্যুরস এর মাধ্যমে হজ্ব পালন করি। মক্কায় আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে খুবই স্বাচ্ছন্দের সাথে হেরেম শরীফে গিয়ে নামাজ আদায় করতে পেরেছি। কারন আমাদের হোটেল থেকে হেরেম শরীফের দূরত্ব খুবই কম ছিল। ফলে অনেক রাত হওয়ার পরও ফিরে আসতে কোন কষ্ট হতো না। হেরেম শরীফ থেকে মাত্র ১০-১২ মিনিটের পথ। যেটাকে কবুতর চত্তর বলে তার কাছাকাছি। আর খাওয়ার বিষয়ে মুজাহিদ ট্রাভেল আমাদেরকে যথেষ্ট খাবার দিয়েছে। শুধু দৈনন্দন খাবার না, এর সাথে ফল,জুস এগুলো সব দিয়েছে। তারা খাবারের পিছনে যথেষ্ঠ খরচ করেছে। অন্য কোন এজেন্সি এত খরচ করেছে কিনা আমার জানা নেই। মুজাহিদ ট্রাভেলসের মালিক মাওলানা মুজাম্মেল ভাই এবং তার সুযোগ্য দু’সন্তান ইব্রাহিম ও জামিল খান অত্যন্ত আন্তরিকভাবে হাজীদের সেবা দিয়েছেন। তাদের আচার-ব্যবহার প্রশংসার দাবী রাখে। আমি মনে করি, যারা মুজাহিদ ট্রাভেলসের মাধ্যমে হজ্ব বা উমরাহ করতে যাবেন তারা ভাল সেবা পাবেন। অনেকেই প্যকেজ মূল্য কম নেয় সেবা দেয় না কিন্ত তাদের প্যাকেজ মূল্য খুবই সাশ্রয়ী এবং সেবার মানও ভালো। আমি তাদের সেবার প্রতি খুবই খুশি। তাদের উন্নতি ও সফলতা কামনা করি।’’
Md Emdadul Haque
জি এম : গ্রামীণ ব্যংক, বাংলাদেশ।
‘‘শুভেচ্ছা রইল মুজাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরস এর প্রতি। তারা খুব যত্ন সহকারে হাজী সাহেবানদের খেদমত করে থাকে। আশা করি যারা যাচ্ছেন প্রত্যেকেই ভালো সার্ভিস পাবেন। সুন্দরভাবে আপনাদের হজ এবং ওমরার কাজ সম্পাদন করতে পারবেন। ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেকের ওমরাহ কে কবুল করুন। আমীন ’’
Mohammad Baki Billah
শাখা প্রধান : ইসলামী ব্যাংক বাংলাদেশ। ভান্ডারিয়া শাখা।
‘‘এ বছর যখন আমি হজ্বে আসার নিয়ত করি তখন হুজুরের সন্ধান পাই । সবচেয়ে বড় জিনিস হলো হুজুর নিজে ট্রাভেল এজেন্সির মালিক এবং সে নিজেও একজন আল্লাহ ওয়ালা মানুষ। এমনকি হুজুরের দুই ছেলে তারাও হাফেজ, মাওলানা এমনকি মুফতিও। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। আমি ২০১৮ সালেও অন্য গ্রুপের সাথে হজ্বে এসেছিলাম এবং এ হোটেলেই ছিলাম । তখন আমরা মাঝখানে হজ্বের আগেই মদিনায় গিয়েছিলাম। মদিনা থেকে আসার পর আমাদেরকে এই হোটেলে আর রাখেনি। এমন জায়গায় রেখেছে যেখান থেকে হারাম শরীফে এসে নিয়মিত নামাজ পড়তে পারি নাই। মাঝেমধ্যে আসলেও টেক্সি দিয়ে আসতে হয়েছে এবং সেই হোটেলের মানও খুব খারাপ ছিল।’’
Abul Kalam Ajad
জি এম : সোনালী ব্যংক, বাংলাদেশ।
‘‘২০২৩খ্রীঃ মুজাহিদ ট্রাভেল্স এন্ড ট্যুরস এর মাধ্যমে হজ্জে গিয়ে কাইয়ান আল আইজ হোটেলে ছিলাম। জামিল ও ইব্রাহিম সহ মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরস এর সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের গাইড করেছেন বিধায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ।’’
Md Jamal Hossen
অফিসার : বাংলাদেশ গোয়েন্দা বিভাগ।
‘‘আমরা মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসের পক্ষ থেকে যে সার্ভিস এবং সেবা পেয়েছি তা অকল্পনীয়। আমি অনেক হাজীদের সাথে কথা বলেছি যারা অন্য এজেন্সির মাধ্যমে এসেছে তারা এ সার্ভিস এবং সেবা পায় নাই। আমার হুজুর সাহেব এবং তার দুই ছেলে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে, হেল্প করেছে চিন্তার বাহিরে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। ওনার দুই সন্তান যেন ওনার মতো এরকমভাবে মানুষকে পরিচালিত করতে পারে, সেবা করতে পারে।’’
‘‘আমরা যা যেভাবে চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামীনের একটি মেহেরবানী! মক্কা এবং মদিনায় খুব উন্নত মানের হোটেল আমরা পেয়েছি। সেইদিক থেকে মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসকে ধন্যবাদ জানাতেই হয়। তারপর খাবার দাবার বলেন, অন্যান্য সহযোগিতা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট তাদের প্রতি। আমাদের প্রাণভরা দোয়া রইল, তারা যেন নেক নিয়্যতে হাজীদের সঠিকভাবে সহযোগিতা করতে পারে।’’
‘‘মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসকে অনেক ধন্যবাদ। তাদের সার্ভিস যথেষ্ঠ ভালো হয়েছে। আল্লাহ যদি কবুল করে আবার আসার নিয়্যত আছে। এদের মাধ্যমেই আবার আসবো। ইনশাআল্লাহ!’’
Masud Islam
বিশিষ্ট ব্যবসায়ী
‘‘মুজাহিদ ট্রাভেল এন্ড ট্যুরসের সার্ভিস খুবই ভালো। আলহামদুলিল্লাহ। তারা যথেষ্ট কো-অপারেটিভ। বিশেষ করে আমাদের জামীল ভাই যথেষ্ট কো- পারেটিভ। আমাদের যে কাফেলা আশা করি সবাই সেটিসফাইড।’’
Md.Talat Mahmood
Manager (M & S) BDG
“আমি অনেক দিন যাবৎ চেষ্টা করছিলাম হজ্বে যাওয়ার জন্য । এজন্য আমি অনেকের কাছে গিয়েছি এবং বিভিন্ন জনের মাধ্যমে প্রতারিত হয়েছি। সর্বশেষে আমি হুজুরের কাছে আসি। হুজুর যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমার কোন কাজই করা লাগে নাই। আমি শুধুমাত্র আমার পাসপোর্ট জমা দিয়েছি। আমি তো হাটতে পারি না। হুজুর বললেন আপনি সাহস করেন। যাইহোক আমি আল্লাহর রহমত এবং হুজুরের সাহসে এসেছি। আমি খুবই খুশি, আমি যে হজ্ব করতে পেরেছি। হুজুর যে কাজ করেছেন তার ছেলেরা এবং তাদের সহযোগি যারা ছিল তাদের প্রতি আমরা বিরাট খুশি, অত্যন্ত খুশি। আল্লাহ রহমত করুন। ”
Pr.Nurul Islam
Professor : BM College
‘‘আপনাদের সাথে আবার যেতে পারলে ভালো লাগতো। হুজুরকে দোয়া করতে বলবেন। যেন আবার যেতে পারি। উনাদের সাথে যারা যাচ্ছেন, আশা করি তারা ভালো ভাবেই সবকাজগুলো করতে পারবেন। কেননা উনাদের কাজ সত্যিসত্যিই ভালো। দোয়া করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’’
Mst Rekha

মুজাহিদ ট্রাভেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের বাটনে ক্লিক করুন।